দ্রুত উপাচার্য নিয়োগসহ চবি শিক্ষার্থীদের ৪ দফা দাবি


CU Correspondent | Published: 2024-08-22 12:48:03 BdST | Updated: 2024-09-20 02:19:10 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দ্রুত উপাচার্য নিয়োগসহ চার দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধির মাধ্যমে তারা মতামত সংগ্রহ করে এ দাবিগুলোর বিষয়ে একমত হয়েছেন।

বুধবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রত্যেক বিভাগের প্রতি ব্যাচের শ্রেণি প্রতিনিধিদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবিগুলো জানানোর আহ্বান করা হয়। প্রত্যেক শ্রেণি প্রতিনিধি তাদের ব্যাচের সবার সঙ্গে আলোচনা করে দাবিগুলো শ্রেণি প্রতিনিধিদের গ্রুপে তুলে ধরেন। এরপরে আমরা সব শ্রেণি প্রতিনিধি এবং চবি সমন্বয়কদের সঙ্গে মিটিং করে প্রাথমিকভাবে যেসব দাবি জরুরি ভিত্তিতে উপস্থাপন করা প্রয়োজন এবং দ্রুত বাস্তবায়ন করা উচিত, সেগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করি।

শিক্ষার্থীদের প্রাথমিক দাবিগুলো হলো- অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিরপেক্ষ এবং শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে ভিসি নিয়োগ করতে হবে; ভিসি নিয়োগের পর দ্রুততার সঙ্গে আবাসিক হলের আসন বরাদ্দ সম্পন্ন করতে হবে এবং মেধা, দূরত্ব এবং আর্থিক সচ্ছলতার ভিত্তিতে হলের আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে; সব ধরনের লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করে অবিলম্বে চাকসু চালু করতে হবে; যেসব বিভাগের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ফল প্রকাশ হয়নি, অনতিবিলম্বে অপেক্ষমাণ সব বিভাগের ফল প্রকাশ করতে হবে।

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক দাবিগুলো ছাড়াও অন্যান্য যে দাবিগুলো রয়েছে, সেগুলোও আমরা আলোচনা করে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব।