ঢাবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাহফুজা-তিথি


DU Correspondent | Published: 2022-08-02 08:06:57 BdST | Updated: 2024-04-19 21:10:55 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংস্কৃতিক সংগঠন সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের ২০২২-২০২৩ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন মাহফুজা মাহবুব এবং সাধারণ সম্পাদক হয়েছেন তিথি এলমাতুন সুচিতা।

রোববার (৩১ জুলাই) কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে ৩য় সুফিয়া কামাল স্মারক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক, উপদেষ্টা ও প্রাধ্যক্ষ নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন, সহ-সভাপতি আইভি আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক জ্যোতি সিংহ, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান অমি, কোষাধ্যক্ষ লুৎফুন্নাহার, দপ্তর সম্পাদক সুবর্ণা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আসপিয়া আক্তার বৃষ্টি ও ফারিহা নৌশিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানজিলা খানম, কার্যনির্বাহী সদস্য সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন ঐশি এবং মাহিয়াতুজ্জাহান মিম।

বিদায়ী সভাপতি অনুভা আফসানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম সিম্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল।

আরও উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তৌহিদা রশীদ, উপদেষ্টা শেখ জিনাত শারমিন, কবি সুফিয়া কামালের কনিষ্ঠকন্যা চারুশিল্পী সাঈদা কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ছাত্র প্রতিনিধি তিলোত্তমা শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমান ও সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা, সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আফরিদা জিন্নুরাইন উর্বী এবং সাধারণ সম্পাদক ইসরাত জাহান নুর ইভা এবং কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের বর্তমান সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক লাবিসা রিমা উপস্থিত ছিলেন।