৪র্থ দিনের মতো অবস্থান ধর্মঘটে ইবতেদায়ি শিক্ষকরা


Desk report | Published: 2022-03-24 23:29:13 BdST | Updated: 2024-09-09 03:53:09 BdST

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ-সহ আট দফা দাবিতে ৪র্থ দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা তাদের ৪র্থ দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এর আগে গত ২১ মার্চ থেকে তারা কর্মসূচি পালন শুরু করেন। দেশের বিভিন্ন জেলা থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা এ অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বহুবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি আমরা জানিয়েছি। কিন্তু আমাদের দাবি আজও মানা হয়নি। শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। আমরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।

ইবতেদায়ি শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, মাদরাসায় পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্তিকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসাগুলোতেও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ডেটাবেজ চূড়ান্ত করা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী প্রমুখ।