চিকিৎসক নিয়োগে হবে বিশেষ বিসিএস পরীক্ষা


টাইমস ডেস্ক | Published: 2017-10-04 01:21:16 BdST | Updated: 2024-05-13 14:21:02 BdST

৩৯তম বিসিএসে ৪ হাজার ৭৯২জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এই বিসিএস পরীক্ষা হবে বিশেষ। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জেন্ট নেওয়া হবে। সব মিলে প্রায় ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৯তম বিসিএস হবে বিশেষ। চিকিৎসক নিয়োগের জন্য এই বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী বছরের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন। ৩৮তম বিসিএসের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী। এই প্রার্থীরাই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

টিআর/ ০৩ অক্টোবর ২০১৭