সাত কলেজের কার্যক্রম আইনকে এড়িয়ে গোঁজামিলে চলছে


Dhaka | Published: 2019-07-22 08:39:41 BdST | Updated: 2024-05-20 01:26:48 BdST

যেভাবে সাত কলেজের কার্যক্রম চলছে, সেটি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনকে এড়িয়ে, অনেকটা লুকোচুরি, অনেকটা গোঁজামিলে। আমাদের শিক্ষকদেরকে কোনোদিন কোনো আলোচনায় ডাকা হয় নি। অথচ কলেজের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করার হুমকি দিলেই এদের দাবি মেনে নেবার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। এদের দাবির একটি হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খাতা দেখলে এদের অনেকেই অকৃতকার্য হয়, তাই খাতা দেখবে কেবল কলেজশিক্ষকরা। এদের দাবি আদায়ের ধরন দেখেই হয়তো ঢাবি শিক্ষার্থীরা নেমেছে। এসবের সুষ্ঠু বিহিত হওয়া প্রয়োজন, আগপিছ ভেবে, অভিভাবকসুলভ দায়িত্ববোধ থেকে বিষয়টির সমাধান হওয়া বাঞ্ছনীয়। কারণ সাতকলেজসহ ঢাবি শিক্ষার্থী সকলেই আমাদের সন্তান। কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়। কেউ যেন সুযোগসন্ধানী না হয়ে ওঠে। বিষয়গুলো কেবল প্রশাসনিক নয়, অ্যাকাডেমিকও। ছাত্রদের জীবন নিয়ে আমরা কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে পারি না। পারি না কোনো তুঘলকি সিদ্ধান্ত নিতে। বিশ্ববিদ্যালয় ভালো চলুক। ছাত্র-ছাত্রীরা ভালো থাকুক।

লেখক: বাইতুল্লাহ কাদেরী
অধ্যাপক, বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।