তুমি তোমার জীবনের অধিনায়ক: জে-হোপ


Dhaka | Published: 2020-06-15 17:23:05 BdST | Updated: 2024-06-29 11:28:11 BdST

তুমি তোমার জীবনের অধিনায়ক: জে-হো
আমি তোমাদের মতোই, আলাদা কিছু নই। কোনো কোনো সময় গান করতে গিয়ে আমারও মনে হয়, আমি হয়তো ফুরিয়ে গেছি। মাঝেমধ্যে মাথা একেবারে ফাঁকা হয়ে যায়। এমন সময় আমি নিজেকে বলি, ‘আর একবার। শুধু আর একটাবারের জন্য।’ এই বলে নিজেকে তুলে ধরি। নিজের ওপর একবারের জন্য আবার আস্থা ফিরিয়ে আনি। হয়তো প্রথম চেষ্টা অনেকেরই নিখুঁত হয় না, কিন্তু দ্বিতীয় চেষ্টা সব সময় প্রথমটার চেয়ে ভালো হয়; আর তৃতীয়টা হয় আগের দুবারের চেয়েও বেশি ভালো।

ঠিক সেই তৃতীয় চেষ্টার পর আমি নিজেকে বাহবা দিই, ‘ভাগ্যিস! হাল ছেড়ে দিইনি!’ তোমাদের জীবনেও এমন সময় আসবে, যখন নিজের সিদ্বান্ত নিয়ে মনে প্রশ্ন উঠবে। সেটা হতে পারে পড়ার বিষয় নিয়ে, কিংবা পেশাজীবন নিয়ে। হতে পারে সাফল্য বা ব্যর্থতা নিয়ে। যখনই মনে প্রশ্ন দানা বাঁধবে, মনে রেখো: তুমি তোমার জীবনের অধিনায়ক।

এই অনুভূতি আজীবন ধরে রাখতে চাই: আরএম

১০ বছর আগে, আমার মাধ্যমিক স্কুলের সমাবর্তনের দিন প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। দিনটা আমার স্পষ্ট মনে আছে। সেদিন আমি বন্ধুদের সঙ্গে একটা ছবি তুলেছিলাম, শিক্ষাজীবনের বাকি দিনগুলোয় সেই ছবি আমার মেসেঞ্জার প্রোফাইলে ছিল। তখন আমি কম বয়সী এক ছেলে, যে জীবনের একটা অধ্যায় শেষ করে আরেকটা নতুন অধ্যায় শুরু করেছি মাত্র। স্পষ্ট মনে আছে সেই অনুভূতি। ওই মুহূর্তে আমি যেন সত্যিকারের আমি ছিলাম। এই অনুভূতি আমি আজীবন ধরে রাখতে চাই।

কোরিয়ার সিউল থেকে তোমাদের জানাচ্ছি অভিনন্দন। তোমাদের সামনের দিনগুলো নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। তোমরা যে যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, আশা করব আমাদের গল্পগুলো আজ তোমাদের স্বস্তি দেবে, একটু হলেও প্রেরণা জোগাবে।

ইউটিউব আয়োজিত ‘ডিয়ার ক্লাস অব ২০২০’ নামের বিশেষ ভার্চ্যুয়াল আয়োজনে অংশ নিয়েছে কে-পপ ব্যান্ড বিটিএস। পুরো বিশ্বে আলোড়ন তোলা এই দক্ষিণ কোরীয় গানের দলের সদস্যরা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন বর্তমান সময়ে তাঁদের মনের অবস্থা ও নিজেদের সমাবর্তনের স্মৃতি। ৮ জুন ‘ইউটিউব অরিজিনালস’ চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হয়।