উন্নত বিশ্বে গবেষণা চুরির শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার


ঢাবি টাইমস | Published: 2017-09-30 23:20:40 BdST | Updated: 2024-05-12 10:18:08 BdST

এম এম জসিমঃ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র (যার Plagiarism এর সম্পর্কে ধারনা থাকার কথা বেশ কম) থেকে শুরু করে আমেরিকার অনেক বড় বড় প্রফেসরও Plagiarism এর দোষে দুষ্ট। ইউ এস এর গ্রাজুয়েট স্টুডেন্টদের এথিক্স ক্লাস করতে হয় এবং মজার ব্যাপার হল, আমাদের যিনি এই ক্লাসটা নিয়েছেন এবং Plagiarism এর সম্পর্কে অনেক বড় বড় কথা বলেছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম , তাঁর নিজের রিসার্চ গ্র্যান্টই নাকি একবার Plagiarism এর দোষে দুষ্ট ছিল। অবাক হয়ে লক্ষ্য করেছি, প্রফেসররা ক্লাস নেয়ার সময় অনেকেই সরাসরি উইকি থেকে কপি করে দিয়েছেন অথচ নিচে সোর্স উল্লেখ করেননি। অথচ এরাই বড় বড় কথা বলে আর ছাত্রদের দোষ ধরে। এ যেন কৃষ্ণ করলে লীলাখেলা আর আমি করলে দোষ।

যাই হোক, বলছিলাম Plagiarism এর শাস্তির কথা । আমি কিছুক্ষন আগে একটা লেভেল এর কথা বলেছিলাম। এটাকে অ্যাকসেপ্টেবল লেভেলও বলতে পারেন। এর বেশি হলে আপনি সমস্যায় পড়তে পারেন যার চূড়ান্ত শাস্তি হলো বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এটি বেশ কমন একটি ঘটনা। তবে অনেক সময় সেটা ক্লাস শিক্ষকের উপরে নির্ভর করে । যদি শিক্ষক আপনাকে মাফ করে দেন এবং ভার্সিটিকে না জানান তাহলে আপনি বেঁচে যাবেন। আর যদি মাফ না করেন তাহলে আপনাকে লাদেন হয়ে ঘুরতে হবে।শাস্তির কিছু ধাপ আছে এবং সেটা নির্ভর করে আপনি কত মারাত্নক Plagiarism করেছেন এবং কিভাবে করেছেন তার উপরে।

যদি ব্যাপারটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জেনে না যায় এবং আপনার Plagiarism এর লেভেল ক্ষমাযোগ্য পর্যায়ে থাকে তাহলে আপনি হয়ত সাময়িক warning পেতে পারেন। আবার যদি একটু বেশি থাকে এবং আপনার পূর্বের কোনো খারাপ রেকর্ড থাকে তাহলে আপনার অবস্থা আরেকটু খারাপ হতে পারে যেমন কিছুদিন এর জন্য suspension অথবা আপনাকে probation এ রেখে দিতে পারে। আর সর্বশেষ শাস্তি হলো, ইউনিভার্সিটি থেকে বের করে দিবে, একেবারে dismissal । এটা হলে আপনার বেশ ক্ষতি হয়ে যাবে। প্রতি বছরই বেশ কিছু ছাত্র বের হয়ে যায় শুধু Plagiarism এর জন্য।আমি এমনও শুনেছি পি এইচ ডি ডিগ্রীর ডিফেন্স হয়ে যাবার পরেও সেই ছাত্রকে ডিগ্রী দেয়া হয়নি Plagiarism এর কারনে। কথা প্রসঙ্গে বলি , আমি এই শাস্তির মাপকাঠিটা লিখলাম আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় রেখে। আবারো বলছি, আপনার শাস্তি পাবার সম্ভাবনা থাকবে আপনি কোন শিক্ষকের পাল্লায় পড়েছেন অথবা আপনার দোষের মাত্রাটা কতটুকু পর্যায়ে গিয়েছে।

বাংলাদেশ দুয়েকবছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এবং কয়েজনের পদআবনতি করা হয়েছে।

আর পরীক্ষার হলে শিক্ষার্থীরা নকল করায় ২/১ বছর করে বহিষ্কার হয়েছেন বিভিন্ন সময়ে।

এমএসএল