
২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান। সিনেমাটি মুক্তি পেতেই তুমুল সাড়া পড়েছিল। সেই সময় থেকেই শুরু হয়েছিল অনুরাগীদের প্রতীক্ষা—কবে আসছে ‘পাঠান ২’? অবশেষে যশরাজ স্পাইভার্সের জনপ্রিয় এই চরিত্রকে আবারও পর্দায় ফেরানোর কাজ শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পাঠান সিক্যুয়েলের শুটিং হতে পারে চিলিতে। সম্প্রতি ভারত সফর করে গেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। সফরকালে মুম্বাইয়ে ফিল্ম নির্মাতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। এরপর বলিউড অভিনেতা অংশুমান ঝা গণমাধ্যমে চিলিতে পাঠান ২’র শুটিংয়ের সম্ভাবনার কথা জানান।
আগামী বছর ‘লাকাদবাগ্গা ৩’ ছবির শুটিং শুরু হবে চিলিতে, এমনটা উল্লেখ করে অংশুমান জানান, যশরাজ ফিল্মসের পাঠান সিক্যুয়েলও ওই সময়ে দেশটিতে শুটিং করবে বলে বিবেচনা করছে।
এদিকে, গত ফেব্রুয়ারিতে শোনা গিয়েছিল চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত করে ফেলেছেন আদিত্য চোপড়া। ২০২৩ সালের মাঝামাঝি থেকেই পাঠান ২’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন তিনি। এই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে।
কেন এত দেরি—এমন প্রশ্নে সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিক্যুয়েলটি নিছকই একটি সিক্যুয়েল হিসেবে দেখতে চান না যশপুত্র আদিত্য। তাঁর লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা। প্রথমটির মতো এটিও পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।