শুটিং সেটে আহত অভিনেত্রী তটিনী


ডেস্ক নিউজ | Published: 2025-05-12 19:58:49 BdST | Updated: 2025-05-25 08:12:51 BdST

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামে এই ঘটনা ঘটে। তবে আপাতত ভালো আছেন তটিনী।

তাঁর সহশিল্পী তৌসিফ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। রোববার সন্ধ্যায় শুটিং সেটের একটি লাইটস্ট্যান্ড দুর্ঘটনাবশত তটিনীর মাথার ওপর পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সে ভালো আছে।

বিজ্ঞাপন

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে অবস্থিত এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের নাটকের শুটিং চলছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত সেটের একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর ওপর পড়ে যায়, এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুতই তাকে কাছের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় তটিনীকে বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আপাতত কথা বলতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, হাসিব হোসাইন রাখি পরিচালিত ‘মন মঞ্জিলে’ নাটকটি আসন্ন ঈদুল আজহায় প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে।