ইবিতে গেস্টরুম নির্যাতন হলেই ব্যবস্থা


IU Correspondent | Published: 2022-03-22 06:21:34 BdST | Updated: 2025-05-05 21:26:37 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গেস্টরুম নির্যাতন হলেই ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়রদের উচিত জুনিয়রদের ভালোবেসে ম্যানার শেখানো। নতুন শিক্ষার্থীদেরও উচিত বড়দের সম্মান করা। আমরা আবরার ফাহাদ হত্যার মতো জঘন্য ঘটনার পুনরাবৃত্তি চাই না।

সোমবার (২১ মার্চ) ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

বিজ্ঞাপন

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সুশিক্ষার মাধ্যমে তোমাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা মানবতার জন্য মনের জানালা খুলে দিতে হবে। তোমাদের প্রত্যেককে এক একজন আলোকিত মানুষ হতে হবে। পরিপূর্ণ অর্জন করে জ্ঞান সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে

সোমবার (২১ মার্চ) ইসলমী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, আল-কুরআন, ট্যুরিজম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিভাগসহ ৩৫টি বিভাগে নাবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগ নিজ উদ্যোগে নানা আয়োজনে বরণ করে নেয় তাদের।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, মিষ্টি, খাবার ও উপহার দিয়ে বরণ করে নেন। বিভিন্ন বিভাগের সামনে আলপনা এঁকে নতুনদের স্বাগত জানিয়েছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা নবীন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচয় হচ্ছেন বিভিন্ন ছাত্রসংগঠন এবং বিভাগের বড় ভাই-বোনরা। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে গোল হয়ে বসে নতুন সহপাঠীদের সঙ্গে পরিচিত হচ্ছেন। খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন এসব শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন