‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ডুয়েটের ৪৩ শিক্ষার্থী


Desk report | Published: 2023-09-19 02:14:12 BdST | Updated: 2024-07-27 13:05:25 BdST

কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৪৩ শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরকৌশল অনুষদের ১০ জন, যন্ত্রকৌশল অনুষদের ২০ জন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ১৩ জন। তারা ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলের ভিত্তিতে এ অ্যাওয়ার্ড পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ৩১১ নম্বর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, তোমাদের এ অর্জন আগামী দিনের জন্য মাইলফলক। মেধাবী এ শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম।

বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার, প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।