জয়পুরহাটে এসএসসির হারানো ২৫টি খাতা উদ্ধার


টাইমস ডেস্ক | Published: 2018-02-16 16:21:21 BdST | Updated: 2024-05-18 19:33:26 BdST

জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকা থেকে এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার ৭৫টি হারানো খাতার মধ্যে ২৫টি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খাতাগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মুমিনুল হক জানান, গত ৫ ফেব্রুয়ারি এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চবিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার উত্তরপত্র নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে মাইক্রোবাসে জয়পুরহাট শহরে আসেন। তৃপ্তির মোড় থেকে ২০০টি উত্তরপত্রের একটি বস্তা রিকশায় উঠিয়ে তিনি নিজ বাড়িতে যাচ্ছিলেন। শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকায় তার অজান্তে বস্তার মুখ খুলে ৭৫টি খাতা পড়ে যায়। পরে পথচারীদের খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ২৫টি খাতা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এখনো ৫০টি খাতা পাওয়া যায়নি বলে জানান শিক্ষক গোলাম সরওয়ার ও পুলিশ।

এসএম/ ১৬ ফেব্রুয়ারি ২০১৮