বইমেলার ব্যানারে পর্ণ তারকার নাম ব্যবহার করায় আটক ৩


টাইমস ডেস্ক | Published: 2018-02-20 23:37:52 BdST | Updated: 2024-05-18 19:33:45 BdST

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বই মেলায় একজন পর্ণ তারকার নাম ব্যবহার করে স্টলের ব্যানার টাঙানোর দায়ে তিনজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এতে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্টলের নাম করণে একুশের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। এদিকে বই মেলার স্টলে পর্ণ তারকা জনি সিন্স ও মিয়া খলিফা এর নাম ব্যবহার করায় স্টলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

জানা যায়, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বই মেলার আয়োজন করেছে কালিহাতী উপজেলা সাধারণ পাঠাগার কমিটি। সহযোগিতায় রয়েছে উপজেলা পরিষদ ও প্রশাসন। গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বই মেলার উদযাপন কমিটির আহ্বায়ক মোছা. শাহীনা আক্তারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করা হয়।

মেলার ৩৯ নম্বর স্টলে জনি সিন্স মিয়া খলিফা নামে একটি ব্যানার টাঙানো হয়। অনলাইনে দেখা গেছে, জনি সিন্স ও মিয়া খলিফা পর্ণ তারকার নাম। স্টলের নামকরণের ব্যানারটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলে। কীভাবে একজন পর্ণ তারকার নামে স্টলের ব্যানার টাঙানোর বিষয়ে জনমনে দেখা দেয় নানা প্রশ্ন।

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব বলেন, একুশ আমাদের চেতনা। একুশের ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি। সেই একুশের বই মেলায় একজন পর্ণ তারকার নামে স্টলে ব্যানার টাঙানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটা মেনে নেয়া যায় না।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একুশে বই মেলার উদযাপন কমিটির আহ্বায়ক মোছা. শাহীনা আক্তার বলেন, রোকন নাম দিয়ে স্টল বরাদ্দ নিয়ে কীভাবে জনি সিন্স পর্ণ তারকার নামে স্টলে ব্যানার টাঙানো হয়েছে সেটা স্টল বরাদ্দ উপ-কমিটির কাছে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে। এঘটনায় স্টলের তিন মালিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

টিআই/ ২০ ফেব্রুয়ারি ২০১৮