কোটা প্রথা সংস্কারের দাবিতে সিলেটে মানববন্ধন


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-25 21:24:54 BdST | Updated: 2024-05-18 23:48:17 BdST

বিসিএস পরীক্ষাসহ সকল প্রকার সরকারি-বেসরকারি চাকরির নিয়োগে বিদ্যমান কোটা প্রথা সংস্কার ও শিথিল করার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্যের মধ্যে দিয়ে মেধাবীদের অবহেলা করা কিছুতেই মেনে নেওয়া হবে না জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা। সিলেট শাবিপ্রবি, এমসি কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা মানববন্ধনে কোটা প্রথা সংস্কারের দাবি জানিয়ে বলেন, মেধায় ৯০ শতাংশ এবং সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রাখা হোক।

বক্তারা বলেন, মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারেন, সেজন্য কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। আমরা কোটার বিপক্ষে না।

কোটা কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানিয়ে তারা বলেন, ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত মেধাবীরা যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছেন না।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির শিক্ষার্থী কেয়া, আজহারুল ইসলাম, সানি, সর্দার মনসুর আহমদ, রোজী, কবিতা, এমসি বিশ্ববিদ্যালয়ের মৃদুল, ফয়েজ, নাজমুস সাকিব, আব্দুর রহিম, রোমেন তালুকদার, আলম হোসেন, তাহসান, ময়নুল ইসলাম প্রমুখ।

এমএন/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮