দ্বিতীয় টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-05 16:09:02 BdST | Updated: 2024-05-19 09:00:41 BdST

ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিং এ নেমে শুরুতেই উইকেট খোয়ান লিটন দাস ও মুশফিকুর রহিম। দলের ৭ রানের মাথায় মাত্র ১ রানেই লিটন ও দলীয় ২৪ রানের সময় মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন মুশফিক। এরপর বাংলাদেশের ৪৮ রানে আউট হন সৌম্য সরকার।

বড় স্কোর গড়ার প্রত্যাশায় ব্যাট করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দলীয় স্কোরে যখন ১৩৮ রান তখন ব্যক্তিগত ৭৪ রান করে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন তামিম। পরবর্তীতে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭১।

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। সিরিজ বাঁচাতে এই ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। বাংলাদেশে সময় সকাল ছয়টায় খেলা শুরু হয়।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।

উইন্ডিজ একাদশ: আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, কার্লোস ব্রাথওয়েট, রোভমান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল ও কেসরিক উইলিয়ামস।

টিআই/ ০৫ আগস্ট ২০১৮