সাম্পাওলিই থাকছেন আর্জেন্টিনার কোচ


টাইমস ডেস্ক | Published: 2018-06-24 05:19:50 BdST | Updated: 2024-05-18 22:36:18 BdST

আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর খাদের কিনারে চলে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য।এরপরই চাউর হয়, বরখাস্ত হচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি। তাও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই।

তবে সেই পথ থেকে সরে এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সুপার ঈগলদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাম্পাওলিই ডাগআউটে মেসিদের কোচের দায়িত্বপালন করবেন বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি।

গতকাল আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া।এতে দ্বিতীয় পর্বে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। পরের ম্যাচে সুপার ঈগলদের হারাতে পারলেই শেষ ষোলোতে পা রাখবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপরই আসে দুঃসংবাদ। গুঞ্জন ছড়ায়, গৃহবিবাদে জেরবার আর্জেন্টিনা। সাম্পাওলির সঙ্গে চরম মাত্রায় লেগে গেছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোদের। তাকে বরখাস্ত না করলে সেই ম্যাচে খেলবেন না তারা। এমনকি অবসরের হুমকিও দেন তারকা ফুটবলাররা।

কোচের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বটা মূলত কৌশল নিয়ে। মেসিদের অভিযোগ, সাম্পাওলির উদ্ভট ট্যাক্টিকসের সঙ্গে খাপ খাওয়াতে না পারাতেই তাদের এমন করুণ পারফরম্যান্স। কৌশল বদলাতে বললেও অনড় থাকেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নাকি তাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

তবে বিশ্বকাপের মাঝে পরিস্থিতি শান্ত রাখতে সাম্পাওলিকেই আপাতত কোচ রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের পরই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ধারণা করা হচ্ছে, তাকে আর আলবিসেলেস্তেদের ডাগআউটে দেখা যাবে না।

টিআই/ ২৩ জুন ২০১৮