বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না: মেসি


টাইমস ডেস্ক | Published: 2018-06-25 17:30:54 BdST | Updated: 2024-05-18 22:36:54 BdST

বিশ্বকাপ না জিতে অবসর নিতে চান না লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর জন্মদিনে অনুশীলনে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন, বিশ্বকাপ শিরোপা জয়ের অনুভূতিটা কেমন আমি তা ছুঁয়ে দেখতে চাই।

৩১তম জন্মদিনে মেসির এটাই বোধহয় সবচে কঠিন দিন! বিশ্বকাপ বাছাইপর্বে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ইকুয়েডরের সঙ্গে দুর্দান্ত এক হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে রাশিয়ার টিকিট পাইয়ে দিয়েছিলেন।

কিন্তু বিশ্বকাপের এসে ফর্মটা পারফরম্যান্সে রূপান্তর করতে পারেননি। গ্রুপপর্বের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র, সঙ্গে দ্বিতীয়ার্ধে নিজেই করেছেন পেনাল্টি মিস; পরের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ গোলে হার।

সব মিলিয়ে গ্রুপপর্ব পার হতেই কূল রাখি না মান রাখি অবস্থা আর্জেন্টিনার। মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেই কেবল চলবে, সঙ্গে চোখ রাখতে হবে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের ম্যাচেও।

লিওনেল মেসি

 

আরেকবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মেসিই হাল ছাড়ছেন না। প্রত্যয় ঘুরে দাঁড়ানোর। রোববার অনুশীলনে স্পষ্ট মেসি সেই তৃষ্ণাটা, ‘বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না।’

‘আমি গুরুত্বপূর্ণ অনেক শিরোপা জিতেছি। কিন্তু দেশের জন্য বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না। বিশ্বকাপ জেতার স্বপ্নটা আমার মধ্যে সবসময়ই ছিল। শিরোপাটা জয়ের অনুভূতি কেমন আমি তা ছুঁয়ে দেখতে চাই।’

বিশ্বকাপের ট্রফি জিতেছেন, এমন স্বপ্ন দেখেন মেসি, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এমন এক মুহূর্তের কথা ভাবলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়।’

‘বিশ্বকাপ জয়ের উন্মাদনা কয়েককোটি আর্জেন্টাইন মানুষকে আনন্দে ভাসাবে। আমি ওই স্বপ্নটা ছুঁড়ে ফেলতে চাই না।’ -নিজের স্বপ্নটাও আর্জেন্টিনার সকলের মতই, মেসি যেনো সেটাই বোঝাতে চাইলেন।

এসএম/ ২৫ জুন ২০১৮