ইরানের সঙ্গে ড্রয়ে পর্তুগাল গ্রুপ রানার্সআপ


টাইমস প্রতিবেদক | Published: 2018-06-26 17:24:21 BdST | Updated: 2024-05-18 21:32:17 BdST

আসরে ইরানের শুরুটা ছিল দারুণ, মরক্কোর মতো শক্তিশালী দলকে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে হেরেছে ঠিক, নিজেদের সামর্থ্যের প্রমাণটা ভালোভাবেই দিয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালকে এবার রুখে দিয়েছে এশিয়ার দেশটি, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এই ড্রয়ের ফলে গ্রুপ রানার্সআপ হয়েই পরের পর্বে ওঠে পর্তুগাল। 'বি' গ্রুপে স্পেনের সঙ্গে সমান পাঁচ পয়েন্ট নিয়েও তারা গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়। শেষ ষোলোতে তারা মুখোমুখি হবে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের।

সারনস্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথম এগিয়ে পর্তুগাল। অবশ্য গোলের দেখা পেতে অবশ্য বেশ কিছুক্ষণ সময় লেগেছে তাদের। প্রথমার্ধের শেষ মিনিটে রিকার্ডো কুয়ারেসমা দলকে সাফল্য এনে দেন (১-০)।

অবশ্য প্রথমেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিলে পর্তুগাল। ম্যাচের তৃতীয় মিনিটে সুযোগটি হাতছাড়া করেন রোনালদো। ডি-বক্সের ঢুকেই দারুণ শট ইরান গোলরক্ষক রুখে দেন।

নবম মিনিটে আরো সুযোগ নষ্ট করে ফরোয়ার্ড হোয়াও মারিও। ফাঁকা পোস্টের সামনে বল পেয়েও বাইরে মারেন বল।

অবশ্য ম্যাচের ২৩ মিনিটে চমৎকার একটি সুযোগ পেয়েছিল ইরান। জাহান বাখশের বাড়ানো বল ধরে আজমাউন পা ছোঁয়ালেই গোল হতো, কিন্তু তার আগেই পর্তুগাল গোলরক্ষক বলটি নিয়ন্ত্রণে নিয়ে নেন।

ম্যাচের ৫২ মিনিটে এজতোলাহি ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির আবেদন করেন রোনালদো। ম্যাচ রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে সিদ্ধান্ত দেন পেনাল্টির। কিন্তু এই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন রোনালদো।

পরে ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে করিম আনসারিফার্দের পেনাল্টি গোলে সমতা ফিরে ইরান (১-১)। ডি-বক্সে সেদ্রিকের হ্যান্ডবলের ভিডিও ফুটেজ দেখে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। আনসারিফার্দ বুলেট গতির শট ফেরানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

এই ড্রয়েও খুব একটা লাভ হয়নি ইরানের, তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপে তৃতীয় হয়ে আসর থেকে বিদায় নেয় তারা।

টিআই/ ২৬ জুন ২০১৮