অপরিবর্তিত ব্রাজিল দলে নতুন অধিনায়ক


টাইমস ডেস্ক | Published: 2018-06-27 21:37:47 BdST | Updated: 2024-05-18 11:39:50 BdST

‘ই’ গ্রুপে এখনও শীর্ষে ব্রাজিল। দুই ম্যাচের তাদের পয়েন্ট চার। বুধবার গ্রুপের তৃতীয় স্থানে থাকা সার্বিয়ার বিরুদ্ধে ড্র করলেই বিশ্বকাপের শেষ ষোলোতে যাবে সেলেসাওরা। কিন্তু হিসেব সহজ হলেও সতর্ক টিটে। সার্বিয়াকে হারিয়েই পরের রাউন্ডে যেতে চান ব্রাজিল কোচ। কোস্টারিকার ম্যাচের দলই অপরিবর্তিত রাখছেন বলেও জানিয়েছেন নেইমার-কৌতিনহোদের বস।

সংবাদ সম্মেলনে টিটে বলেছেন, ‘সার্বিয়ার বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন হচ্ছে না। আগের ম্যাচে যারা খেলেছিলেন, তারাই শুরু করবেন।’

ব্রাজিল দলে পরিবর্তন বলতে শুধু অধিনায়ক। কোস্টারিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। সার্বিয়ার বিরুদ্ধে ‘অধিনায়কত্বের আর্মব্যান্ড’ থাকবে আরেক ডিফেন্ডার জোয়াও মিরান্ডার হাতে।

‘অধিনায়কত্বের আর্মব্যান্ড’ পাওয়ার পরই মিরান্ডা বলেছেন, কোস্টারিকার বিরুদ্ধে জয়ের পরেই দলের যাবতীয় সমস্যা দূর হয়ে গেছে, ‘কোস্টারিকার বিরুদ্ধে দুর্দান্ত জয় দলের আবহটাই বদলে দিয়েছে। সব সমস্যা দূর হয়ে গেছে।’

সার্বিয়া ম্যাচে অধিনায়কত্বের সুযোগ পেয়ে যে তিনি অভিভূত সেটাও গোপন করেননি, ‘ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক হওয়ার চেয়ে গৌরবের কিছু হয় না। আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। অধিনায়ক না-হলেও আক্ষেপ থাকত না। আমার প্রধান লক্ষ্য ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমে নিজেকে উজাড় করে দেয়া।’

জেডএম/ ২৭ জুন ২০১৮