রাশিয়া বিশ্বকাপে বেশি আয়ের খেলোয়াড় কারা?


টাইমস প্রতিবেদক | Published: 2018-06-29 18:39:15 BdST | Updated: 2024-05-18 13:23:52 BdST

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলেও চলছে তীব্র প্রতিযোগিতা। এরইমধ্যে আলো ছড়াতে শুরু করেছেন বিশ্বের তারকা খেলোয়াড়রাও। তবে আর দেরি না করে চলুন জেনে নেই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’এ অংশ নেওয়া বেশি আয়ের খেলোয়াড় কারা- 

লিওনেল মেসি
আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার এই প্রাণভোমরার সাপ্তাহিক বেতন ৫ লক্ষ পাউন্ড। 

নেইমার
ব্রাজিল তারকা নেইমা আছেন মেসির পরেই। পিএসজিতে ব্রাজিলিয়ান এই সেনসেশনের সাপ্তাহিক বেতন ৪ লক্ষ ৪৫ হাজার পাউন্ড। রাশিয়ায় ব্রাজিলিয়ানদের সেরা তারকা ২৬ বছর বয়সী নেইমারের এটি দ্বিতীয় বিশ্বকাপ।

ক্রিশ্চিয়ানো রোনালদো
এ তালিকায় পরের নামটি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ৩৩ বছর বয়সী রোনালদোর সাপ্তাহিক বেতন ৩ লক্ষ ৬৫ হাজার পাউন্ড। 

লুইস সুয়ারেজ
বার্সেলোনায় উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৯০ হাজার পাউন্ড।

পল পগবা
ফরাসি মিডফিল্ডার পল পগবার ম্যানচেস্টার ইউনাইটেডে সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৯০ হাজার পাউন্ড।

কিলিয়ান এমবাপে
১৯ বছর বয়সী সেরা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের পিএসজিতে সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৬২ হাজার পাউন্ড।

রোমেরু লুকাকু
রাশিয়া বিশ্বকাপে আলো ছড়িয়েছেন বেলজিয়ামের রোমেরু লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৫০ হাজার পাউন্ড।

ফিলিপ কুতিনহো
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কুতিনহোর বার্সেলোনার সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৪০ হাজার পাউন্ড।

দাভিদ সিলভা
স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভার ম্যানচেস্টার সিটিতে সাপ্তাহিক বেতন ২ লক্ষ ২০ হাজার পাউন্ড।

টিআর/ ২৯ জুন ২০১৮