দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ইয়োর্গেনসেন


টাইমস ডেস্ক | Published: 2018-07-02 18:39:49 BdST | Updated: 2024-05-19 10:56:38 BdST

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র ৫৭ সেকেন্ডে গোল করে এবারের আসরে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ডেনমার্কের সেন্টর ব্যাক ম্যাথিয়াস ইয়োর্গেনসেন। ২০১৪ বিশ্বকাপে ক্লিন্ট ডেম্পসির পর এটিই এখন পর্যন্ত বিশ্বমঞ্চে সবচেয়ে দ্রুত।

এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ঘানার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের মাত্র ২৯ মিনিটে স্কোরশিটে নাম তুলেছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ডেম্পসি। অর্থাৎ বিশ্বকাপের ওই আসরের পর এটাই সবচাইতে কম সময়ের গোল।

আর মাত্র ১০.৮৯ সেকেন্ডে গোল করে বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম স্কোরারের নাম হলো হাকান শুকুর। ২০০২ বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এত কম সময়ের মধ্যে জালে বল জড়িয়ে ঈর্ষণীয় এই রেকর্ড গড়েন তুরস্কের এই তারকা।

টিআই/ ০২ জুলাই ২০১৮