ঢাবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


ঢাবি টাইমস | Published: 2018-07-16 23:24:31 BdST | Updated: 2024-05-19 04:07:53 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মধ্যকার অনুষ্ঠিত হলো AZEOTROPE FANTASY FOOTBALL TOURNAMENT -2018 ।

ফজলুল হক হলস্থ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভগের ছাত্র সংঘটন AZEOTROPE কর্তৃক আয়োজিত অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টটির উদ্ভোধনী ম্যাচ গত বৃহঃস্পতিবার হাজি মুহাম্মাদ মুহসিন হলের মাঠে অনুষ্ঠিত হয়। অন্তঃবিভাগীয় এই টুর্নামেন্টে অংশ গ্রহন করে মোট দশটি দল। তিনটি পর্বে খেলাটি এগিয়ে যায়। গতকাল ১৫ তারিখে ঢাবির জগন্নাথ হলের মাঠে বিকেল সাড়ে তিনটায় এর ফাইনাল অনুষ্ঠিত হয়। অংশগ্রহনকারী দশটি দলের আটটিকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত কারী দুটি দলের একটি হলো 'আড়াই কেজি COAL 'এবং অপরটি ' FC AVOS BROMIDES' । ফাইনালের ফলাফল ট্রাইবেকারে গিয়ে গড়ায়। অবশেষে এক শূ্ন্যতে এগিয়ে থেকে 'আড়াই কেজি COAL ' চেম্পিয়ন হওয়ার সাফল্য অর্জন করে !

pH মিটার vs Benzene & Hedges এর মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্ভোধনী খেলাটি আরম্ভ হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক তাসলিম উর রশিদ, সৈকত চন্দ্র দে (প্রভাষক) মোঃ সাজিদুল ইসলাম (প্রভাষক) তানভির আহম্মেদ (প্রভাষক) মোঃ সিরাজুর রহমান(প্রভাষক) সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। 

বিদিবিএস