শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহণ প্রশাসক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রথম প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
আদেশ বলা হয়- বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রথম প্রভোস্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন নিয়োগ পেয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ বহাল থাকবে।