শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বহিষ্কার


SUST Correspondent | Published: 2023-02-23 06:44:15 BdST | Updated: 2024-12-15 00:36:53 BdST

জুনিয়র শিক্ষার্থীকে র‍্যাগ দেওয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া এক শিক্ষার্থী তাকে সিনিয়ররা র‍্যাগ দিয়েছে বলে লিখিত অভিযোগ দেয়। এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করেছে।

প্রক্টর আরও বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। অধিকতর তদন্তের পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে।

তদন্ত কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, র‍্যাগের অভিযোগ পাওয়ার পর অভিযোগকারী শিক্ষার্থীকে ডাকা হয়। তার কাছ থেকে বিস্তারিত শুনে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।