সঠিকভাবে ক্লাস না নেওয়াও দুর্নীতি: শাবিপ্রবি ভিসি


SUST Correspondent | Published: 2023-02-21 06:18:15 BdST | Updated: 2024-04-20 05:18:13 BdST

শিক্ষকদের সঠিকভাবে ক্লাস না নেওয়াকে ‘দুর্নীতি’ বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘দুর্নীতি দমনে আমাদের করণীয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেকাংশে সফল হয়েছি। তবে আমরা পুরোপুরি দুর্নীতিমুক্ত হতে পেরেছি কি না তা প্রশ্নবোধক। আমরা যতি সঠিকভাবে ক্লাস না নেই তবে সেটাও দুর্নীতি। পরীক্ষার রেজাল্ট সময়মতো প্রকাশ না করাও দুর্নীতি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্থিক দুর্নীতি রোধে সোচ্চার রয়েছে। গবেষণার ক্ষেত্রেও যাতে অনৈতিকার চর্চা না হয় বা দুর্নীতি না হয় সে বিষয়েও আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের ওপর যতই চাপ আসুক দুর্নীতির কাছে মাথা নত করবো না।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

এসময় আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগের পরিচালক মফিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান।