
ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে অনেক দিন ধরেই জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি–ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আগামী বৃহস্পতিবার তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন। এ সময় রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তিনি তুরস্কে যেতে পারেন।
ট্রাম্প বলেন, ‘অনেক বৈঠক জমে গেছে। আমি আসলে তুরস্ক যাওয়ার কথা ভাবছি। সম্ভবত যেতে পারি- যদি মনে হয় কিছু একটা হতে পারে। আমাদের এই আলোচনাটা করতেই হবে।’
ইস্তাম্বুলের আলোচনা ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছেন যে, তিনি ইস্তাম্বুল সফরে যাচ্ছেন এবং সেখানেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন।
আগামী ১৫ মে ইস্তাম্বুলে বৈঠকে বসার কথা রয়েছে রাশিয়া ও ইউক্রেনের। তার আগে আগেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
গতকাল সাংবাতিকদের ট্রাম্প বলেন, ‘তুরস্কে বৃহস্পতিবারকে হালকাভাবে নেবেন না।’
এই মন্তব্যের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে লেখেন, ‘আশা করি, রাশিয়া এই বৈঠক এড়িয়ে যাবে না। আর প্রেসিডেন্ট ট্রাম্প যদি তুরস্কে আমাদের সঙ্গে থাকেন, তাহলে ইউক্রেনের সবাই তা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করবে। এটি যথার্থ সিদ্ধান্ত হবে।’
এর আগে গত ১১ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। ইস্তাম্বুলেই তাদের মধ্যে সরাসরি বৈঠক হতে পারে।