গাজায় ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত ৫১


নিউজ ডেস্ক | Published: 2025-05-14 08:54:45 BdST | Updated: 2025-05-25 21:53:28 BdST

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আজ বুধবার সকালে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলছে, হামলা হয়েছে হাসপাতালে, শরণার্থী শিবিরে। প্রাণহানি বাড়ছে।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ২৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা হাসপাতালে একযোগে ছয়টি বোমা নিক্ষেপ করেছে, হাসপাতালের ভেতরের উঠোন এবং আশেপাশের এলাকায় এগুলো আঘাত হেনেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামাস সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। হাসপাতালের নিচে অবস্থান ছিল হামাসের।

গাজায় বিবিসির জন্য কর্মরত একজন ফ্রিল্যান্স সাংবাদিক বিমান হামলায় আহতদের মধ্যে রয়েছেন। চিকিৎসার পর এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদন বলছে, ইউরোপীয় হাসপাতালে হামলার ফলে হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে বেশ কয়েকটি গভীর গর্তের সৃষ্টি হয়, যার ফলে একটি বড় বাসের অংশসহ বেশ কয়েকটি যানবাহন চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি ড্রোনগুলো ভবনের ওপর কঠোর অবরোধ বজায় রেখেছিল, এতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ইউরোপীয় হাসপাতালের কাছে যাওয়ার চেষ্টা করার সময় একটি কোয়াডকপ্টার ড্রোন দুই বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাকে আহত করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত এবং আহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল দল হতাহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে।

চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার নাসের হাসপাতালের জরুরি বিভাগে আরেকটি হামলা চালানো হয়েছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫২ হাজার ৮২৯ জন নিহত হয়েছেন।