'ন্যায়বিচার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ বদ্ধপরিকর'


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-07 06:09:49 BdST | Updated: 2024-05-13 23:50:44 BdST

অপরাধী সে যে দলেরই হোক না কেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের আওয়ামী লীগ সরকার বরাবরই বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

আজ রবিবার বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায়ে দু’জনের ফাঁসি বহাল রাখার পর নিজের ফেসবুকে তিনি এসব কথা বলেন।

বিশ্বজিৎ হত্যার রায়ের সংবাদের একটি লিংক শেয়ার করে তিনি লিখেছেন, 'অপরাধী সে যে দলেরই হোক না কেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের আওয়ামী লীগ সরকার বরাবরই বদ্ধপরিকর। পূর্বের যে কোন সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলেই সবচেয়ে বেশি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে। এমনকি সাংসদ ও মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের অপরাধকেও আমরা বিন্দুমাত্র ছাড় দেইনি। আমরা আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়ায় বিশ্বাসী। '

রবিবার বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুই জনের ফাঁসি বহাল রেখে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের রায় দেন হাইকোর্ট।

এছাড়া ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। এর আগে নিম্ন আদালতে ৮ জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়।

এমএসএল