আন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত চবির ৭৫ শিক্ষক ও শিক্ষার্থীকে সংবর্ধনা


CU Correspondent | Published: 2023-08-01 00:25:40 BdST | Updated: 2024-04-28 17:24:52 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) উদ্যোগে ২০২৩ সালে আন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইটি অনুষদের ডিজিটাল ক্লাসরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

গতবছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ এর অধিক সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী বিদেশের মাটিতে স্বনামধন্য বৃত্তি ফুলব্রাইট, কমনওয়েলথ, মনোবুশো, অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডের মতো বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রায় ২০টি বৃত্তি নিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্ৰামের জন্য মনোনিত হয়েছেন। শিক্ষার্থীদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে ও তাদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতিবছর সিইউআরএইচএস এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোা-ভিসি অধ্যাপক বেনু কুমার দে, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ মামুন, চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম, সিইউআরএইচএস এর উপদেষ্টা ড. অলোক পাল।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউআরএইচএস এর মডারেটর ড. আদনান মান্নান, ডেপুটি মডারেটর ড. কাজী তানভীর আহমেদ ও ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী এবং সিইউআরএইচএস এর ফ্যাকাল্টি মডারেটর ড. আফতাব উদ্দীন এবং ড. সুমন গাঙ্গুলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. আদনান মান্নান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিইউআরএইচএস এর প্রতিষ্ঠাতা তাকবির হোসেন ও সভাপতি মাহমুদ শরীফ এবং সঞ্চালনায় ছিলেন নুসরাত আফরিন।

ড. আদনান মান্নান বলেন, আমরা এসব গবেষক শিক্ষক-শিক্ষার্থীদের খুঁজে বের করে রোল মডেল হিসেবে দাঁড় করাতে চাই। একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যেমন সময় দিবে তেমনিভাবে তাকে এ ধরনের গবেষণা সংশ্লিষ্ট প্রোগ্রামগুলোতেও সময় দিতে হবে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা ইতিবাচক বার্তা দিতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো কাজও হচ্ছে।

ড.আলোক পাল বলেন, বাইরের দেশের অধ্যাপকরা আমাদের সততা দেখতে চায়। ফলে আমাদের পরিশ্রম করে যেতে হবে যে আমরা সফল হতে পারি।

প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে বলেন, যারা বাইরে যাচ্ছে তারা আমাদের দেশের গর্ব। আগামীর বিশ্ব ন্যানো টেকনোলজি নির্ভর। আমাদের উচিত এই প্রযুক্তিতে গবেষণার ওপর জোর দেওয়া।

ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমাদের শুধু দেশ নয়, দেশের বাইরেও যে সফাল্যের অগ্রযাত্রা শুরু হয়েছে সেই সাফল্য যেন প্রবাহমান থাকে। আমি বিশ্বাস করি তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তোমাদের হৃদয়ে যেন এক টুকরো চবি। চবিকে ধারণ করে দেশের বাইরে তোমাদের সাফল্য আমাদের গর্বিত করে।

সিইউআরএইচএস বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে মানসম্পন্ন গবেষণা চর্চা ও উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে। সিইউআরএইচএস এর উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ‘১ম জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষণা সম্মেলন’ এবং ‘চট্টগ্রাম গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা২৩’।