করোনা নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক নয়, কাজের ফল: স্বাস্থ্যমন্ত্রী


Dhaka | Published: 2021-09-12 22:54:15 BdST | Updated: 2024-09-15 20:29:46 BdST

দেশে করোনা নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক নয়, কাজের ফল। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসাল্টেন্টদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, করোনা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই স্কুল কলেজ খুলে দেয়া হয়েছে। এ মাসে আরও দেড় কোটি ভ্যাকসিন আসবে। সমালোচকদের সমালোচনা কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, ষষ্ঠ গ্রেডে অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ বাংলাদেশের ইতিহাসে আর কখনও হয়নি।