'অসাম্প্রদায়িকতার প্রশ্নে আপোষ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়'


ঢাবি টাইমস | Published: 2020-01-17 05:05:26 BdST | Updated: 2024-05-18 09:38:37 BdST

টিএসসি ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম ও গত ডাকসু নির্বাচনের বিজয়ী প্যানেল সম্মিলত শিক্ষার্থী সংসদের সাবেক মুখপাত্র এস এম রাকিব সিরাজী বলেছেন অসাম্প্রদায়িকতার প্রশ্নে আপোষ করবে না ঢাকা বিশ্বিবিদ্যালয়।

তিনি বলেন অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপোষহীন কিংবা মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ হিসেবে আমাদদের অনেকেই বলে থাকলেও এই চরম বাস্তবতায় আমাদের অনেকের কলম বন্ধ,মুখ বন্ধ।সুবিধাজনক নিরাপদ অবস্থানে অনেকের বসবাস।

বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বেলা ০২ টার দিকে পূজার তারিখ পরিবর্তনের দাবীতে আমরণ অনশনে সংহতি প্রকাশপূর্বক বক্তৃতায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক এই সভাপতি।

.

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক রাকিব সিরাজী বলেন আমি এখানে আমার রাজনৈতিক পরিচয়ে আসিনি,কোন সাধারণ শিক্ষার্থীর পরিচয়েও আসিনি!বরং আমি এখানে একজন 'প্র্যাকটিসিং মুসলিম স্টুডেন্ট' হিসেবে এ কথা বলার জন্য এসেছি যে আমার ধর্মের কোন অনুষ্ঠানের দিন এমন নির্বাচনের আয়োজন থাকলে আমি যেমন ব্যথিত,ক্ষুব্ধ হতাম আজ অন্য আরেকটি ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের দিনে নির্বাচনের তারিখ দেয়ায় আমি সমান ক্ষুব্ধ, সমান ব্যথিত।বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত আমাদের জন্য খুবই দূঃখজনক।

মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ পরিবর্তন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করেন তিনি।