করোনাভাইরাস: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগাম সর্তকতা কতটুকু?


ঢাবি টাইমস | Published: 2020-03-14 04:24:04 BdST | Updated: 2024-05-18 07:26:25 BdST

যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় , নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ফোর্ডহাম বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে । ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) তাদের ১৫০ জন অতিথিকে আগামী ১৫ ই মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে না আসতে বলে দিয়েছে ।হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বসন্তকালীন ছুটি শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে আসতে মানা করে দিয়েছে ।

এটি হলো পৃথিবীর সবচেয়ে উন্নত , সচেতন ও করোনা প্রতিরোধ বেশি সক্ষম দেশটির শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর করোনা প্রতিরোধে গৃহীত আগাম পদক্ষেপ । যুক্তরাষ্ট্রের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সরাসরি ক্লাস নিতে অনাগ্রহ প্রকাশ করছে। করোনায় আক্রান্ত পৃথিবীর অন্যান্য সচেতন দেশ ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থাও প্রায় কাছাকাছি ।

তাহলে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ও শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বিশ্ববিদ্যালয় 'ঢাকা বিশ্ববিদ্যালয়' এ আমরা কি করেছি ?

এখনো কেউ আক্রান্ত হয়নি তাই ? শুরু হয়ে গেলে কি করবেন ? আগাম সতর্কতা প্রত্যাশ করছি । সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরী মিটিং করেন, প্রয়োজনে বসন্তকালীন ও অন্যান্য ছুটি কর্তন করে এখন ক্যাম্পাস বন্ধ করে দিন । এটা জাতীয় দুর্যোগ , বৈশ্বিক দুর্যোগ ! এই বন্ধের জন্য কেউ সরকার বা প্রশাসনের ব্যর্থতা না খোঁজে বরং সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ দিবে ।

যদিও প্রভোস্ট কমিটি ইতোমধ্যে বিভিন্ন হলে স্যানিটাইজার , সাবান ও টিস্যু বিতরণ করেছে । তথাপিও তীব্র আশঙ্কার মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে করোনাভাইরাস থেকে সতর্ক থাকার জন্য আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আখতারুজ্জামান।

লেখক: এস এম রাকিব সিরাজী , শিক্ষার্থী-ঢাকা বিশ্ববিদ্যালয়