আবার ফিরবো দ্বিগুণ শক্তি নিয়ে, সকল ষড়যন্ত্র ভেদ করে: মামুন


Dhaka | Published: 2020-10-31 21:41:43 BdST | Updated: 2024-05-18 09:31:30 BdST

পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই ক্ষমতাকে কেন্দ্র করে ইবলিশ, মীর জাফর কিংবা খন্দকার মোশতাকরা ইতিহাসকে বার বার কলুষিত করেছে। আবার তাদের পতনও হয়েছে নির্মম ভাবে। "আর এটাই ইতিহাসের শিক্ষা যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেননা"। হাসান আল মামুনকে আহ্বায়ক থেকে সরাতে যারা এতো বড় মাস্টার প্ল্যান বানিয়েছে আজ তারাই সংগঠন থেকে বিতারিত। এই সমাজের মানুষ সামনে যা ঘটে বা ঘটছে সেটাই দেখে কিন্তু পেছনের লোমহর্ষক ঘটনা কেউ দেখেনা।

জীবনের বিনিময়ে তৈরি করা সংগঠনে আজ আমি পরজীবি! অথচ ইতিহাসের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে উঠা এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিলো আমার হাত ধরেই। যখন কেউ ভয়ে আহ্বায়ক হতে চাইনি, ঠিক তখনি আমি নিজ থেকেই বলেছিলাম আচ্ছা কেউ যেহেতু আহ্বায়ক হতে চায়না, ঠিক আছে আমিই আহ্বায়ক হবো। শত প্রতিকূলতার মধ্যেও অধিকার আদায়ে আপোষ করিনি। এটাই ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বট তলায় বসে ছাত্র অধিকার পরিষদের গঠনের দিন।

আমার সবচেয়ে বড় অযোগ্যতা আমি নিরপেক্ষ ছিলাম। আমার সবচেয়ে বড় অযোগ্যতা আমি মীর জাফরদের চিনতে পারিনি। ব্যক্তি হাসান আল মামুনের কোনো শত্রু নেই এটা শতভাগ সত্য, তবে আহ্বায়ক হাসান আল মামুনের যে চারপাশে শত্রুর অভাব ছিলোনা তা আমি বুঝতে পারিনি। তবে আশার বাণী হচ্ছে মীর জাফরদের চেহারা সমাজের সামনে উঠে এসেছে, এরাও একদিন বিচারের সম্মুখীন হবে।

যেদিন সকল ষড়যন্ত্র আপনাদের সামনে উঠে আসবে, সেদিন হয়তো জানতে পারবেন এই বাংলার রাজনীতি কতোটা কলুষিত।

নুর, রাশেদ, ফারুক, মশিউর, তারেক ভাই, মীনা আলামীন, মাহফুজ, সোহরাব, আবু হানিফ এবং আতা ভাইদের নেতৃত্বে ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী এবং গণ অধিকার পরিষদকে এই দেশের মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যান। আবার ফিরবো দ্বিগুন শক্তি নিয়ে, সকল ষড়যন্ত্র ভেদ করে।

জনতার অধিকার আমাদের অঙ্গিকার। যারা হাসান আল মামুনকে চিনেন না বা ইতিহাস জানেন না ছবি গুলো দেখে নিবেন।

লেখাটি হাসান আল মামুনের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া