কথাগুলো ভেবে দেখেছেন কি?


টাইমস অনলাইনঃ | Published: 2017-09-27 05:23:54 BdST | Updated: 2024-05-12 16:51:48 BdST

তানসেন রোজঃ সেদিন ঢাবি ভিসি স্যার তার ডিপার্টমেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষককে দেখে পায়ে হাত দিয়ে সালাম করেন, এবং এটি সংবাদে পরিণত হয়,।অথচ একজন ছাত্রের কাজই হচ্ছে তার শিক্ষকদের সম্মান করা। 

কয়েক মাস আগে যখন বাস এক্সিডেন্টের পর পুলিশ একটি বাচ্চাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে, সেটাও ভাইরাল হয়ে যায়, অথচ একজন নিষ্ঠাবান পুলিশের দায়িত্বই হচ্ছে জনগণের বিপদে পাশে দাড়ানো। 

কিংবা যখন রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষ তার মালিককে পাইয়ে দেয়,তার প্রশংসায় পুরো জাতি দৃষ্টি নিবদ্ধ করে, অথচ একজন পারফেক্ট মানুষ কখনোই অন্যের সম্পদ ভক্ষণ করতে পারেনা। একটা মেয়েকে যখন পরিবার পড়াশুনা করার সুযোগ দেয় তখন এটা বলে যে, "দেখো তোমাকে আমরা কতো সাপোর্ট দেই, অতএব এসব মাথায় রেখে পরিবারের সম্মানের জন্য কাজ করবা।" অথচ বাক্যের দ্বিতীয় অংশটাই যথেষ্ট ছিলো, প্রথমার্ধের কোনো মানে নেই। একটা মেয়ের পড়াশুনা খুব স্বাভাবিক একটা ব্যাপার হওয়ার কথা। কিন্তু পরিবার এই দায়িত্ব পালন করে বাহবা কুড়াতে চায়।মেয়েটাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়- তুমি মেয়ে তবুও তোমাকে পড়াচ্ছি, অতএব কৃতজ্ঞ হও।

এই সিম্পল সিম্পল ব্যাপার গুলো যেগুলো প্রাক্টিস করার কথা ছিলো বিশ্বের সকল মানুষের সেগুলো হয়ে পড়েছে বিরলতম। 

এখন শিক্ষক ছাত্রের সম্পর্ক শ্রদ্ধার হওয়ার চাইতে রাইভাল হয়ে গেছে, এখন ছাত্র শিক্ষক মারামারি হয়, ছাত্র শিক্ষকের কিংবা শিক্ষকের কলার টেনে ছিড়ে ফেলে, সেখানে ভিসি স্যারের শ্রদ্ধার নজীর অবশ্যই প্রশংসার দাবীদার। 

যে পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে সমাজের অবৈধ কার্যকলাপ রুখতে, সেই বাহিনীর নিয়মিত দুর্নীতি ও অবৈধ কার্যকলাপ তাদের করেছে প্রশ্নবিদ্ধ, এজন্য সার্জেন্ট যখন এক হাটু পানির ভিতর দাড়িয়ে দায়িত্ব পালন করে তাকে নিয়ে উচ্ছ্বসিত হই। 

এভাবে প্রতিটা ক্ষেত্রেই আমাদের নৈতিকতার এতটা পদস্খলন হয়েছে যে কেউ কোন একটা ভালো কাজ করলেই তাকে ডিফরেন্ট ভাবি, অথচ এটাই ছিলো সবার দায়িত্ব ও কর্তব্য। 

ভালো কাজের প্রশংসা করা অবশ্যই পজিটিভ, তাতে আরো কিছু লোক আগ্রহী হয়, কিন্তু আমাদের ভালো কাজ গুলো ডাইনোসরের মত বিরল হয়ে যাচ্ছে,যার ফলে যেটা হওয়া উচিৎ সেটাকেও নজীর মনে করছি। 

একটা জাতির কতটা অধঃপতন হয়েছে এসব দেখেই অনুমেয়।

লেখক ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী 

এমএসএল