লিও ক্লাব অব ঢাকা কিংস স্টারের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন লিও এনামুল হক শান্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন লিও ফাহিম রায়হায়। সংগঠনটির উপদেষ্টা লায়ন এ্যাডভোকেট জাহিদ চৌধুরী কমিটির অনুমোদন দিয়েছেন।
এর আগে ভাইভার মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়। নতুন এই কমিটি ২০২০-২০২১ বর্ষের দায়িত্ব পালন করবেন। লিও ক্লাব অব ঢাকা কিংস স্টারের বিভিন্ন কার্যক্রমের স্পন্সর হিসেবে রয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস।
সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন- লিও রাসেল আহমেদ(সদ্য সাবেক সভাপতি), লিও রেশমা আক্তার তারা (সহসভাপতি), লিও সাজেদুর রহমান (সহসভাপতি), লিও ওমর ফারুক (সহসভাপতি), লিও সামিয়া ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক -এডমিন), লিও আকাশ পারভেজ (যুগ্ম সাধারণ সম্পাদক -প্রজেক্ট), লিও মোঃ শাহেদ সালেহীন (কোষাধ্যক্ষ), লিও হৃদয় সরকার (যুগ্ম কোষাধ্যক্ষ-এডমিন), লিও ইরফান চৌধুরী নিলয় (যুগ্ম কোষাধ্যক্ষ -প্রজেক্ট), লিও সাদ্দাম হোসাইন (টেমার) ও লিও মুহতাসিম হোসাইন রুহান (টেল টুইস্টার)।
এ ছাড়াও লিও রাকিব আল হাসান (চেয়াপার্সন-ব্রান্ডিং এন্ড প্রমোশন), লিও ওমর ফারুক (চেয়ারপার্সন-প্রজেক্ট এন্ড ফান্ড রাইজিং), লিও রুহুল আমিন ( চেয়ারপার্সন- এসডিজি বাস্তবায়ন), লিও মুহতাসিম বিল্লাহ (কো-অর্ডিনেটর পাবলিক রিলেশনশিপ), লিও রিজওয়ান আহমেদ মেহেদি (কো-অর্ডিনেটর মেম্বারশিপ ডেভেলপমেন্ট), লিও মো আশিকুর রহমান (কো-অর্ডিনেটর ট্রেইনার এন্ড ট্রেনিং), লিও ফাতেমা সিকদার (কো-অর্ডিনেটর আন্তর্জাতিক সম্পর্ক), লিও আয়েদা হোসাইন সাজিয়া (কো-অর্ডিনেটর ওমেন লিডারশীপ) লিও আতিফ ইবনে রহিম (কো-অর্ডিনেটর ব্রান্ডিং এন্ড প্রমোশন) এবং লিও শাহ জালাল (কো-অর্ডিনেটর প্রোগ্রাম এন্ড ডেকোরেশন)।
সভাপতি এনামুল হক শান্ত বলেন, ‘‘লিও ক্লাব একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমি এর সাথে যুক্ত হয়ে ভাল লাগছে। আশা করি ক্লাবের সাথে কাজ করে উপভোগ করবো। লিও ক্লাব অব ঢাকা কিংস স্টারকে দেশের অন্যতম ক্লাব হিসেবে গড়ে তুলবো।” একই প্রত্যাশা ব্যক্ত করেছেন সম্পাদক ফাহিম রায়হানও।