মেসের দরজা ভেঙে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


Desk report | Published: 2022-04-07 22:49:52 BdST | Updated: 2024-09-15 19:26:17 BdST

মেসের দরজা ভেঙে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিমে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম নয়েল (২৩)। তিনি ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে পড়তেন।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, ওই শিক্ষার্থী মেসে থাকতেন। মেসের লোকজন সারাদিন তার রুম বন্ধ দেখতে পান। ইফতারের পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে খবর দিলে তিনি পুলিশকে জানান। পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ।