বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে। অফিস সহকারীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তিন দিন আগের এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন জানিয়েছেন, ইতিমধ্যে অভিযুক্তদের বহিষ্কারের সুপারিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রত্যয়নপত্র নেওয়া নিয়ে অফিস সহকারী মো. শহিদুল ইসলামকে মারধর করে কয়েকজন বখাটে শিক্ষার্থী। তাদের শনাক্ত করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সৈয়দ শাহারুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম ও তানভীর সানি।
অফিস সহকারী শহিদুল ইসলাম জানান, গত ৩০ মার্চ অফিসে কাজ করার সময় রফিকুল ইসলাম এসে প্রত্যয়নপত্র চায়। তাকে জানানো হয়, অধ্যক্ষ ছাড়া প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। তখন তিনি জানান, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহারুল ইসলাম শান্ত প্রত্যয়নপত্র দিতে বলেছেন।
এরপরেও না দিলে কিছুক্ষণ পর শান্ত, তানভীর, টিপু ও রফিকুলসহ ৭/৮জন এসে তাকে মারধর করে। এ ঘটনায় নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরো কয়েকজকে আসামি করে ৩১ মার্চ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন শহিদুল।
এর আগে গত (৩০ মার্চ) বুধবার অফিস সহকারী শহিদুলকে মারধর করে অভিযুক্তরা। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।