আরও এক বছর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে খালেদ ইকবাল


Desk report | Published: 2022-01-21 00:09:43 BdST | Updated: 2024-11-09 03:11:33 BdST

দ্বিতীয় মেয়াদে এক বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।

বুধবার (১৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হলো। এর সঙ্গে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।