চাঁদাবাজির মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা


Dhaka | Published: 2020-11-25 02:26:51 BdST | Updated: 2024-10-13 22:47:53 BdST

চাঁদাবাজি ও মারধরের মামলায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে (২৪) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার পাবনা জেলা জজ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজার মমিনুল ইসলামকে মারধর করেন। এ সময় সাব্বির ও তার সহযোগিরা মমিনুলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সাব্বিরের সহযোগীরা হলেন, শহরের শেরশাহ রোড কাঁঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন (২২), আলোবাগ মোড়ের মো. মিন্টুর ছেলে নাঈম হোসেন (২০)।

মারধর ও চাঁদাবাজির ওই ঘটনায় মমিনুল ইসলাম ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় জামিন পেতে সাব্বির গতকাল পাবনা আদালতে হাজির হন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দীন বলেন, ‘মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে।’

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বলেন, ‘জেলা ছাত্রলীগের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ পাবনা জেলা ছাত্রলীগের আহ্বায়ক ফিরোজ আলী বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি অবগত করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’