প্রাথমিকের শীতকালীন ও বড়দিনের ছুটিতে পরিবর্তন


Desk report | Published: 2021-12-19 04:08:30 BdST | Updated: 2024-04-20 00:00:20 BdST

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ও বড়দিনের ছুটিতে পরিবর্তন করা হয়েছে। আগামী ১৯ থেকে ২৯ ডিসেম্বরের পরিবর্তে সেটা ২৪ থেকে ২৯ ডিসেম্বর করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ বর্ষপঞ্জিতে উল্লিখিত ১৯ থেকে ২৯ ডিসেম্বর উল্লেখ করা হলেও সেটা পরিবর্তন করে ২৪ থেকে ২৯ ডিসেম্বর পরিবর্তন আনা হয়েছে। এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি প্রকাশিত (২০২২ সাল) সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়। এছাড়া আগামী বছরের অর্ধবার্ষিক বা প্রাক-নির্বাচনী বা নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি ও ফলাফল প্রকাশের তারিখও নির্দিষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকবে।