বাঙলা কলেজের নতুন অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন


Desk report | Published: 2023-04-14 00:13:17 BdST | Updated: 2024-09-12 22:44:35 BdST

রাজধানীর সরকারি বাঙলা কলেজের ২৯তম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন। এর আগে তিনি কলেজটির উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ আদেশ আগামী ১৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান অবসরে গেলে পদটি শূন্য হয়।

অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন ১৪তম বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এরপর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।