চবিতে আবাসিক হলে তালা দিয়ে আন্দোলন


CU Correspondent | Published: 2023-08-28 22:52:53 BdST | Updated: 2024-04-28 14:43:42 BdST

সংস্কার কাজে ধীরগতি ও বিভিন্ন অব্যবস্থাপনা সমাধানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে তালা দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১২ দফা দাবিতে সোহরাওয়ার্দী হলে তালা দিয়ে আন্দোলন করেন চবি ছাত্রলীগের বিজয় গ্রুপের অনুসারীরা। এক ঘণ্টা পর প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।

সোমবার দুপুর ১২টায় হলের মূল ফটক ও কার্যালয়ে তালা দিয়ে হলের মূল ফটকের সামনে আন্দোলন করেন নেতাকর্মীরা। বিভিন্ন দাবি নিয়ে পোস্টার হাতে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ সময় হলের ভেতরে সংস্কার কাজের কর্মীরা আটকা পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থী ও বিজয় গ্রুপের নেতা সাখাওয়াত হোসেন বলেন, ‘হলের ভেতরে সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চললেও শেষ হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। কিছুদিন আগে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র পড়ে ব্যথা পেয়েছেন। অপরিচ্ছন্নতা পরিবেশে মশা-মাছির কারণে রোগ বাড়ছে। ১৫ জন ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, খাবার, পানি ও ইন্টারনেট সুবিধার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। এসব সমস্যা সমাধানের দাবিতে আমরা আন্দোলন করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবিগুলো সমাধানের চেষ্টা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, শিক্ষার্থীরা সাধারণ কিছু দাবি জানিয়েছেন। হল প্রাধ্যক্ষের মাধ্যমে এগুলো সমাধান করা হবে।

আন্দোলনকারীদের দাবি

হলের আবাসিক শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো হলো- খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকট সমাধান, হলের রাস্তার সংস্কার দ্রুত শেষ করা, ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি, পর্যাপ্ত সুপেয় পানির সংকট সমাধান, নিরবচ্ছিন্ন ওয়াইফাই সংযোগ, ওয়াশরুম সমস্যার দ্রুত সমাধান, হলের মাঠের সংস্কার ও খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা, শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পিডব্রেকার নির্মাণ, রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল, নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যবস্থা, টিভি রুমের বেঞ্চ ও গেস্ট রুমের সোফার সংকট নিরসন, পানির হাউজ ব্যবহারের উপযোগী এবং নতুন এক্সটেনশন ভবন নির্মাণ।