মেসে মিললো খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ


kU Correspondent | Published: 2022-06-06 08:52:09 BdST | Updated: 2024-03-29 02:47:30 BdST

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি মেস থেকে কাজল মণ্ডল নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

তিনি জানান, কাজল মণ্ডল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি যশোরের অভয়নগর উপজেলার প্রহলাদ মণ্ডলের ছেলে। প্রেমঘটিত বিষয় নিয়ে এত তরুণীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এর জের ধরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা ঘনিষ্ঠ বন্ধুদের।

কাজলের একাধিক বন্ধু জানান, পরীক্ষা থাকার পর কাজল আজ (রোববার) ক্যাম্পাসে যায়নি। তাই পরীক্ষা শেষে তার খোঁজ নিতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিষয়টিতে খুবই মর্মাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

//