খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু আজ


kU Correspondent | Published: 2023-01-22 20:46:06 BdST | Updated: 2024-03-29 05:58:03 BdST

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণির ক্লাস এবং রেজিস্ট্রেশন আজ রোববার (২২ জানুয়ারি) শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে নবম মেধাতালিকায় ভর্তি শেষেও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ৬৬টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দশম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। রবি ও সোমবার এ তালিকা অনুযায়ী ভর্তি চলবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল সনদ (গ্ৰেডশিট সমূহ) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে এসব জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ সশরীরে চূড়ান্ত ভর্তি গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শেষ হয়েছে। ভর্তি পরবর্তী কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে রোববার থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

//