গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান ফটকে তালা


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-21 21:27:54 BdST | Updated: 2024-05-13 21:52:30 BdST

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসির) রেজিস্ট্রেশন দেওয়া, অবৈধ বাণিজ্য বন্ধ, নিজস্ব ভবন নির্মাণ, শিক্ষক নিয়োগসহ কলেজের অভ্যন্তরীণ সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ আগস্ট) সকালে গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় গাজীপুর সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

কলেজটির প্রতিষ্ঠার পর প্রথম দুই বছরের অনুমোদন থাকলেও পরবর্তী তিনটি ব্যাচের শিক্ষার্থীদের বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন নেই। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে কলেজের মূল ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীরা গত দুইদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজ শুরুর পর প্রথম দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন দেয় বিএমডিসি। কিন্তু শর্ত পালন না করায় গত দুই শিক্ষাবর্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রমের অনুমোদন বা রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়নি বিএমডিসি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ কলেজে নেপাল ও ভারতের কমপক্ষে ২৭ জন শিক্ষার্থী ছাড়াও সাড়ে তিনশ’ শিক্ষার্থী রয়েছেন। ওই তিন ব্যাচের অনুমোদন ও রেজিস্ট্রেশনের শর্ত পূরণের জন্য কলেজের অধ্যক্ষ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের বিভিন্ন সময় তাগিদ দিলেও এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। এসব বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।

কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার রায় জানান, বিএমডিসি এ কলেজ প্রতিষ্ঠার পর প্রথম দুই বছর ছাড়া অন্য শিক্ষাবর্ষের জন্য অনুমোদন না দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে। তবে পরবর্তী শিক্ষাবর্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর বিএমডিসি তাদের সিদ্ধান্ত জানাবে বলেন জানিয়েছেন।

 

এমএসএল