ঢাবি- বুয়েট সংঘর্ষ না হামলা? কে দোষী?


সাহেব জাদা আশিক | Published: 2017-10-30 22:25:09 BdST | Updated: 2024-05-13 14:25:28 BdST

ঢাবি - বুয়েট সংঘর্ষ না হামলা? কে দোষী? ইউটিউবে প্রকাশ পাওয়া ভিডিও কি প্রমাণ করে??
যুক্তি ও প্রমাণ!

১. আপনি যদি ঘটনা ভালভাবে জেনে থাকেন তাহলে দেখবেন মারামারি একবার হয়নি বরং দফায় দফায় হয়েছে!

২. এখন আসি মূল বিষয়ে, এটা কি হামলা না সংঘর্ষ? হামলা ও সংঘর্ষ দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। হামলার ক্ষেত্রে শুধু এক পক্ষ ভুমিকায় থাকে, আর অন্য পক্ষ বিনা কারণেই নিপিড়নের শিকার হয়। কিন্তু সংঘর্ষ কিছুটা ভিন্ন, সংঘর্ষ তখনই হয় যখন দুই পক্ষই শক্ত অবস্থানে থেকে বিপরীত পক্ষকে প্রতিহত করার চেষ্টা করে। আপনি যদি ওই দিন ঘটনাস্থলে থাকতেন বা পত্রিকায় দেখেন তাহলে অতি সহজেই বুঝে যাবেন এটা কোনো হামলা না বরং এটা একটি সংঘর্ষ। আপনাদের সুবিধার্থে কমেন্টে কিছু লিংক দেওয়া হলো যা স্পষ্ট ভাবে প্রমাণ করে যে এটা কোনো হামলা না বরং এটা একটি সংঘর্ষ। যেখানে ঢাবি ও বুয়েট উভয়ই জড়িত।

৩. আপনারা সবাই জানেন ওই ঘটনা একবারেই সীমাবদ্ধ থাকেনি বরং দফায় দফায় হয়েছে। কেন?? হামলা কেন দফায় দফায় হবে?? এখন অনেকেই বলতে পারেন যে একবার মেরে মন ভরে নি তাই ঢাবি ছাত্ররা বার বার মেরেছেন। কিন্তু সেটা একবারেই অযৌক্তিক। তাল গাছ আপনার না।

৪. এবার আসি ভিডিও নিয়ে। ভিডিও দেখে সবাই ঢাবি ছাত্রদের উপর দোষ চাপাচ্ছেন। অনেকেই ছিঃ ছিঃ করছেন। আমি তাদের বলব আপনারা কম বুদ্ধির প্রানী যারা বিচার বুদ্ধি ছাড়াই কথা ছুড়তে পছন্দ করেন। তাদের সিসিটিভি তারা তাদের মত করে ভিডিও কেটে ছেঁটে এক পক্ষকে দোষ চাপাতে ভিডিও আপলোড করেছেন আর সবাই সেটাকেই সম্পূর্ণ ঘটনা বলে ভাবছেন। তাদের যদি সৎ সাহস থাকে তাহলে সিসিটিভির সম্পূর্ণ দৃশ্য প্রকাশ করুক। সেটা করবেনা, কেন জানেন?? কারণ সেটা করলে হাড়ির ভুত বাইরে চলে আসবে যে!

৫. ওইদিন রাতে যারা পলাশি বাজারে যারা ছিলেন এবং যেইসব পুলিশ সদস্য পলাশি মোড়ে দায়িত্বপালন করছিলেন তাদের জিজ্ঞেস করেন রাত ৮:৩০ নাগাদ রোড আর স্ট্যাম্প নিয়ে সোনালি ব্যাংকের অপরপাশে কারা দাঁড়িয়ে ছিল। জানতে চান কারা?? সোনার টুকরা ধোয়া তুলসি পাতা বুয়েটিয়ানরা। এটা যদি হামলাই হবে তারা কেনো রড স্ট্যাম্প হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন?? সেই সময়কার ফুটেজ কেন প্রকাশ করা হল না?? ষড়যন্ত্রমুলক এক পেশে ভিডিও প্রকাশ করে তারা এখন সহানুভূতি পাওয়ার পায়তারা করছে! আর আমরা কিছু ঢাবিয়ান তাদের ষড়যন্ত্র বুঝে না বুঝে মন্তব্য করছি যা মোটেই সমীচীন নয়।

আমরা চাই ঢাবি বুয়েট মিলেমিশে শান্তিতে অবস্থান করুক।আমরা কোনো সংঘর্ষ বা হামলা চাই না। কিন্তু ঘটে যাওয়া কোনো সত্যকে কেন ভিন্নখাতে প্রবাহিত করার নোংরা ষড়যন্ত্র করা হবে?

এমএসএল 

(মতামত বিভাগে প্রকাশিত লেখার জন্য সম্পূর্ণ দায়-দায়িত্ব লেখকের )