কোথায় অক্সফোর্ড আর কোথায় ঢাবি!


টাইমস অনলাইনঃ | Published: 2017-11-13 07:36:51 BdST | Updated: 2024-05-13 15:03:48 BdST

কয়েক বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিছুটা আবেগাপ্লুত হয়েই সেই ছাত্রজীবন হতে শোনা 'অক্সফোর্ড অব দ্য ইস্ট' খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এর মিল-অমিল খুঁজছিলাম। কি কি মিল ও অমিল পেয়েছিলাম তা সময় করে আরেকদিন লিখবো। আজ শুধু একটি ঘটনা বলেই শেষ করি।

অধ্যাপক অমর্ত্য সেন ট্রিনিটি কলেজের ছাত্র ছিলেন। প্রথমেই ট্রিনিটি কলেজ দেখতে গেলাম। কলেজ গেটে দাঁড়িয়ে আমরা তিনজন স্বাভাবিকভাবেই কথা বলছিলাম। হঠাৎ কলেজ গেটের দায়িত্বপ্রাপ্ত এক ভদ্রমহিলা আমাদের নিকট এসে নিজের ঠোঁটে আঙুল রেখে বললেন, please be quiet, this is an education institute. অথচ গেট থেকে মুল বিল্ডিং এর দূরত্ব এত যে চিৎকার করলেও সেখানে আওয়াজ পৌঁছাবেনা! আমি বোকার মতো আমাদের হলগুলোর সাথে মিল খুঁজতে গিয়ে শুধু দু:খই পেলাম।

(ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলে পাবলিক কার, রিক্সা আর উচ্চ আওয়াজে মাইকের ব্যবহার এটা সাধারণ ব্যপার।)

লেখাটি ঢাবি এসোসিয়েট প্রোফেসর মজিবর রহমানের ফেসবুক থেকে নেয়া।

শিরনামটি সম্পাদিত। শিরোনামের সাথে লেখকের কোন সম্পর্ক নাই ।  

এমএসএল