জাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু


Desk report | Published: 2023-09-26 18:04:45 BdST | Updated: 2023-12-09 17:24:25 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

পরে উপ-উপাচার্য উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ হেল কাফী, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস। এতে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস-কে ৫-০ গোলে পরাজিত করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

//