বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া হবে: শাবিপ্রবি ভিসি


SUST Correspondent | Published: 2022-07-28 04:48:41 BdST | Updated: 2024-04-25 12:57:46 BdST

ছুরিকাঘাতে নিহত ছাত্র বুলবুলের পরিবারকে আগামী সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, পরবর্তীতে কোনো সাহায্য লাগলে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন ফরিদ বলেন, বুলবুল হত্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছেন। আমরা তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা চেষ্টা করছি তাদের দাবিগুলো পূরণ করার। এরই মধ্যে বুলবুল হত্যায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা কাজ করে যাবো।

নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা পুরো ক্যাম্পাসে সীমানা প্রাচীর নির্মাণ করেছি এবং কাঁটাতারের বেড়া দিয়েছি। আমরা চাই শিক্ষার্থীদের যাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয়। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্যাম্পাস তলিয়ে যাওয়ায় অনেকগুলো সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো মেরামতের চেষ্টা করছি।

উপাচার্যের দাবি, আগে অনেক সমস্যা ছিল। আমি আসার পর একটার পর একটা সমস্যা সমাধান করেছি। ক্যাম্পাসে আগে মাদকের ছড়াছড়ি ছিল, র‌্যাগিংয়ের বড় ধরনের সমস্যা ছিল। আমরাই প্রথম বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল প্রমুখ।