
মেক্সিকোতে প্রলয়ংকরী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটির অধিকাংশ স্থাপনা ও রাস্তাঘাট এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মাঝে আহতদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন।
৩২ বছর আগে ঠিক এদিনেই এক ভয়ংকর ভূমিকম্পে আক্রান্ত হয়েছিল উত্তর আমেরিকার দেশটি। সেবার নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। ভূমিকম্পনপ্রবণ দেশটির দক্ষিণে চলতি মাসের শুরুতেই ৮.১ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৯০ জন নিহত হয়েছিলেন। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে।
রাজধানীর দক্ষিণে অবস্থিত মোরেলোস রাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৪ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সেখানকার গভর্নর। দক্ষিণ-পূর্বের শহর পুয়েবলো তে ২৬ জন ও পশ্চিমের মেক্সিকো রাজ্যে ৯ জন মারা গিয়েছেন।
প্রায় ২ কোটি মানুষে দেশটিতে উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ভূমিকম্পে দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সিএনএন। পুরো দেশের বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। নাগরিকদের রাস্তায় ধূমপান করতে নিষেধ করা হয়েছে। ৪৪টি স্থানে উদ্ধারকাজ চলছে রাজধানীর মেয়র মিগুয়েল অ্যাঙ্গেল টেলেভিসা নামের টিভি নেটওয়ার্ককে জানিয়েছেন।
স্থানীয় সময় বেলা ১টা ১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বিপর্যয়ের সময় দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন। (সূত্র: এএফপি, বিবিসি)
এমএসএল